ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলছে মরদেহ, উদ্ধারে ফায়ার সার্ভিস
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১০:১৫
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মিনার সংলগ্ন গণিত ভবন এলাকায় গাছের ডাল থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পথচারীরা গাছে ঝুলন্ত দেহ দেখে পুলিশকে জানায়। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এসে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাবি ক্যাম্পাসের অনেকে জানান, ওই ব্যক্তি ভবঘুরে। মানসিক সমস্যাও ছিল তার। থাকতেন ঢাবি এলাকার ফুটপাতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতে তিনি ওই গাছে উঠে গলায় ফাঁস দেন।
আইন বিভাগের শিক্ষার্থী সালমান বলেন, ‘লোকটির বয়স আনুমানিক ৫০ বছর। তার কিছু কাপড়চোপড় ফুটপাতে পড়ে থাকতে দেখা গেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, ‘সকালে আমরা জানতে পারি জিমনেসিয়াম এলাকায় গাছে একজন ব্যক্তির মরদেহ ঝুলে আছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ফায়ার সার্ভিসের সাহায্যে লাশ নামিয়ে মর্গে পাঠায়। মৃত্যুর কারণ জানতে লাশের পোস্টমর্টেম করা হবে।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান বলেন, ‘সকাল পৌনে ৯টায় খবর পেয়ে গাছ থেকে মরদেহ নামিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, ‘লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে নেওয়া হয়েছে।’
মোহাইমিনুল ইসলাম/এমআই