ইবিতে সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৩
ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাস ভাঙচুরসহ সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া থেকে এসবি বাসে উঠে ছিলেন। কিন্তু বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জন শিক্ষার্থী সুপারভাইজারের অনুমতি না নিয়ে একই বাসে উঠেন। এতে সুপারভাইজার বাকিদের নামিয়ে দেওয়ার চেষ্টা করেন, যার পর বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
বিষয়টি তীব্র আকার নিলে শিক্ষার্থীরা বাসটি আটকে রাখেন এবং পরে বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সমন্বয়করা বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। বাস আটকের সময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী আহত হন। তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কারা বাস ভাঙচুর করেছে তা খতিয়ে দেখছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুম শাহরিয়ার/এটিআর