Logo

ক্যাম্পাস

ঢাবি-সাত কলেজ উত্তেজনা

মুখ খুললেন ঢাবির সেই প্রো-ভিসি

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৪

মুখ খুললেন ঢাবির সেই প্রো-ভিসি

সাত কলেজের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সুশৃঙ্খলভাবে সমাধানের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে এ কথা বলেন তিনি।

উপ-উপাচার্য বলেন, ‘সাত কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝি অবসান ঘটবে’।

তিনি বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি’।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেন্ড ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে এবং ঢাবি শিক্ষার্থীরা মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি এলাকায় প্রবেশ করতে চাইলে ঢাবি শিক্ষার্থীরা ধাওয়া দেন। আবার সাত কলেজেরে শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ঢাবি শিক্ষার্থীরা ভেতরে চলে যান।

রোববার রাত ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবনের উদ্দেশে যাওয়ার ঘোষণা দেয়। এমন ঘোষণায় ঢাবি শিক্ষার্থীরা মূল ফটকে অবস্থান নেয়। 

জানা গেছে, ৫ দাবিতে আজ (রোববার) ঢাবির প্রো-ভিসির কার্যালয়ে যায় সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন তিনি। এরপর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা। এ ঘটনায় প্রো ভিসিকে ক্ষমা চাইতে হবে এমন দাবিতে রাত ১১ টার দিকে প্রো-ভিসির কার্যালয়ের উদ্দেশে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ এর সামনে অবস্থান নেওয়া ঢাবি শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর