২৪ ঘণ্টার আল্টিমেটাম
নিউমার্কেট থানা ঘেরাও করবে ৭ কলেজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:০৩
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি সংঘর্ষের মুল হোতা ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগের দাবিতে অনঢ় সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিবের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় বিচারের দাবিতে থানা ঘেরাওয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. মুঈনুল ইসলাম।
তিনি বলেন, রোববার (২৬ জানুয়ারি) সাত কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি নিয়ে গণতন্ত্র মুক্ত তোরণের কাছে যায়। কিন্তু তারা গণতন্ত্র মুক্তি তোরণ অতিক্রম করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রেক্ষিতে সকালে আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য ছয় দফা দাবি পেশ করেছি। তারমধ্যে একটি দাবি ছিল দাবি অধিভুক্ত বাতিল করে স্বতন্ত্র কাঠামো জন্য কমিশন গঠন করতে হবে। সেটা দাবি কর্তৃপক্ষ আমলে নিয়েছে এর জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। আমাদের এখনো পাঁচটি দাবি বাকি আছে। এ পাঁচটি দাবি ও মানতে হবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের সম্পূর্ণ দায়ভার ঢাবির প্রো-ভিসিকে দিয়ে নিতে হবে। অনতিবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রো-ভিসিকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিউমার্কেট থানায় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অভদ্র মহিলাদের কলেজ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করেছে। এর দায় নিয়ে ঢাবি প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে নির্মমভাবে আহত করেছে নিউমার্কেট থানা। এই হামলার সাথে জড়িত পুশিশের এসি ওসি সহ সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।