‘ই’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে জবির ভর্তি পরীক্ষা
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫১
‘ই’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা আরম্ভ হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিক আবেদনকারীদের কাছ থেকে ১০০ টাকা ফি জমা নেওয়া হয়। মেধাক্রম অনুসারে শীর্ষ ৪০ হাজার আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে নির্বাচিত প্রার্থীরা চূড়ান্ত আবেদনের জন্য ৭০০ টাকা ফি পরিশোধ করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সব ইউনিটের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ ইউনিটে (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ৮৬০টি আসনের বিপরীতে ৭৬ হাজার ৮৮৭ জন, বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫ আসনের বিপরীতে ৬০ হাজার ৯০৪ জন, সি ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৫২০ আসনের বিপরীতে ২৩ হাজার ৩৩৫ জন, ডি ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৫৯০ আসনের বিপরীতে ৩০ হাজার ৩৫৫ জন এবং ই ইউনিট (চারুকলা অনুষদ) ৬০ আসনের বিপরীতে ২ হাজার ১৪৯ জন আবেদন করেছেন।
জান্নাতুন নাইম/এমজে