Logo

ক্যাম্পাস

জবির ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল-শিবির

Icon

জবি প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৬:১৭

জবির ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল-শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজস্ব ভর্তি পদ্ধতিতে এ পরীক্ষা শুরু হয়।

ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া অঞ্চলভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন পরীক্ষার্থীদের নানা সেবা দেন। ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি, ওষুধ ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য যে সকল উপকরণ নিয়ে হলে প্রবেশ করার আইনগত বৈধতা রয়েছে, এমন উপকরণ দিয়ে সার্বিক সহায়তা করার চেষ্টা করেছি। ছাত্রশিবির সবসময় নিজেদের সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। আমরা চাই, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে কোনো প্রকারের সমস্যা ছাড়া অংশগ্রহণ করতে পারে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমার নেতাকর্মীদেরও ধন্যবাদ সুশৃঙ্খলভাবে সকলকে সহায়তা করার জন্য। আশা করি, আজকের মত পরবর্তী পরীক্ষাগুলোতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর পাশে থাকবে।

চারুকলা ইউনিটে মোট ৬০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন এক হাজার ৩৭৫ জন। উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর ও বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ ছিল। ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ সম্পর্কিত একটি প্রশ্ন এসেছে। প্রশ্নের সাধারণ জ্ঞান অংশের একটি প্রশ্নে আবু সাঈদের শহীদ হওয়ার তারিখ জানতে চাওয়া হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার বলেন, পরীক্ষা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা গুচ্ছ থেকে বের হয়ে গেলাম। আজকের পরীক্ষায় ৯০ শতাংশ উপস্থিতি ছিল।

জান্নাতুন নাইম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর