গুলশান ছেড়ে কলেজের সামনে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১১
![গুলশান ছেড়ে কলেজের সামনে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/01/Misbah-Jamil--(46)-679e39a849ff6.jpg)
রাজধানীর গুলশান-১ নম্বর গোলচত্বর অবরোধ ছেড়ে দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজের মূল ফটকের সামনে মহাখালী-গুলশান সড়কের একপাশ আটকে বিক্ষোভ করছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১ ঘণ্টার মতো অবস্থান শেষে তারা গুলশান-১ থেকে ক্যাম্পাসের সামনে আসেন।
এর আগে, শনিবার বিকেলে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেন কলেজটির শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে তারা প্রথমে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীতে সড়ক অবরোধ করেন।
কিছুক্ষণ অবস্থানের পর আবার কলেজের সামনে ফিরে যান। পরে সেখান থেকে মিছিল নিয়ে গুলশান-১ নম্বর গোলচত্বরে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে গুলশান, বাড্ডা, মহাখালী ও তেজগাঁও এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারীরা।
একই দাবিতে বৃহস্পতিবার থেকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন করছেন। ১২ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়েছেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় দুজনসহ এখন পর্যন্ত মোট ছয় জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার হাসপাতালে ভর্তি দুই শিক্ষার্থী হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের মফিজুল ইসলাম ও বাংলা বিভাগের আবু নাঈম। তাদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
- ডিআর/এমজে/ওএফ