Logo

ক্যাম্পাস

যুবদল নেতাকে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

যুবদল নেতাকে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক ও পরে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটি। তারা নাগরিক অধিকার নিশ্চিতসহ নিরাপদ বাংলাদেশের দাবি জানায়।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের প্ল্যাকার্ডে, ‘জবাব চাই, হত্যার বিচার চাই’; ‘স্টপ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, টুডে তৌহিদুল টুমরো ইউ’; ‘রাইজ ইন রেসিসটেন্স’ লিখে প্রতিবাদ জানান তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘যুবদল নেতা তাওহিদুল ইসলাম হত্যাকাণ্ড সর্বজনীন মানবাধিকার আইন ও বাংলাদেশের সংবিধানের মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। এটা শুধুমাত্র একজন মানুষের জীবনহানির ঘটনা নয়, বরং আমাদের দেশের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসনের জন্যও হুমকি।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আসুন, দেখুন, পর্যালোচনা করুন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আর চলতে দেওয়া যায় না। আমরা সরকারের কাছে ন্যায় এবং মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।’

বক্তব্যে সংগঠনটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘৩৬ জুলাই (৫ আগস্ট) পরবর্তী দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো ভাবেই কাম্য নয়। কুমিল্লায় তৌহিদুল হত্যাকাণ্ড দেশে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার একটি নজির। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই ও দেশে মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।’

সংগঠনের নারী বিষয়ক সম্পাদক শান্তা আক্তার বলেন, ‘আমারা বিগত ফ্যাসিস্ট শাসনামলে অসংখ্য গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি। কিন্তু সেই সংস্কৃতি এখনো রয়ে গেছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।’

ফারুক আহমেদ বলেন, ‘৫ আগস্টের পরে আমরা চেয়েছিলাম বিচারবহির্ভূত হত্যা বন্ধ হবে। কিন্তু এখন তার বিপরীত পরিবেশ। যুবদল নেতা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে কোন অধিকারে কোন আইনে তার উপর জুলুম চালানো হলো? এখনো কেন বিচারবহির্ভূত হত্যা হয়? আমরা যে মানবাধিকার চেয়েছিলাম, যে সংস্কার চেয়েছিলাম তা পাচ্ছি না। ফ্যাসিস্টরা এখনো তাদের তৎপরতা চালাচ্ছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (৩১ জানুয়ারি) কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ ওঠে। পরিবারের সদস্যরা দাবি করেন, অমানবিক নির্যাতনের ফলে মো. তৌহিদুল ইসলাম (৪০) নামের ওই যুবদল নেতা মারা যান।

জান্নাতুন নাইম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর