সরস্বতী পূজা দেখতে জগন্নাথ হলে ২ উপদেষ্টা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২
![সরস্বতী পূজা দেখতে জগন্নাথ হলে ২ উপদেষ্টা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/03/Bangladesher-Khabor-MHS-(9)-67a09da1aaf60.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তারা হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবার জগন্নাথ হলের মূল পূজামণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়।
এএইচএস/এমএইচএস