মহাখালী রেললাইন অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে তারা রেললাইন অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘তিতুমীরকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে হবে। না হলে আমরা রেললাইন ছাড়ব না।’
এর আগে বেলা সোয়া ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলী মোড়ের দিকে অগ্রসর হন। এ সময় তিনজন অনশনকারী শিক্ষার্থীকেও হুইলচেয়ারে করে নেওয়া হয়।
রেললাইন অবরোধে গিয়ে এক শিক্ষার্থী মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টাকে এখানে এসে তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না দিলে আমরা রেললাইন ছাড়ব না।’
সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘রাষ্ট্র আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে।’
বিকেল পৌনে ৪টার দিকে অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেললাইনে শুয়ে পড়েন। পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন। এ সময় কমলাপুরের দিক থেকে একটি ট্রেন আসতে দেখলে শিক্ষার্থীরা ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামান।
এর আগে দুপুর ১২টার দিকে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে গুলশান লিংক রোড অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের ওপর বাঁশ ফেলে অর্ধশতাধিক শিক্ষার্থী যানচলাচল বন্ধ করে দেন।
ডিআর/এমজে