নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২
![নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/03/Misbah-Jamil--(81)-67a0a4b4743a0.jpg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা। সকাল থেকে শুরু হয়ে দিনভর চলে নানা আচার-অনুষ্ঠান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় বাণী-অর্চনার মধ্য দিয়ে। এরপর একে একে পুষ্পাঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সংগীত পরিবেশনা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
উৎসবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি পূজার আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ও পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, চারুকলা বিভাগের প্রধান নগরবাসী বর্মন প্রমুখ।
আয়োজকরা জানান, কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে ক্যাম্পাসের ১৪টি স্থানে পূজার আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সৌহার্দ্য ও সংস্কৃতি চর্চার অনুপ্রেরণা জোগায়।
শিক্ষার্থীরা বলেন, ‘পূজার আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ারও প্রতীক। এই আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে তৈরি হয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ।’
সাইফুল ইসলাম/এমজে