Logo

ক্যাম্পাস

জাবিতে বহুল আলোচিত পোষ্য কোটা বাতিল

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১২

জাবিতে বহুল আলোচিত পোষ্য কোটা বাতিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায় পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

মঙ্গলবার দিবাগত রাত (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে নতুন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতিতে উপাচার্য এই ঘোষণা দেন।  

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি বিবেচনায় আমরা জরুরি আলোচনায় বসি। আলোচনায় সব অংশীজন পোষ্য কোটার বিষয়টি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ওপর ছেড়ে দেন। পরে এক জরুরি সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত হয়।’  

এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে তালা ঝুলিয়ে দেন। এতে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।  

একপর্যায়ে উপাচার্য আন্দোলনকারীদের সাথে কথা বললে শিক্ষার্থীরা প্রশাসনকে চার ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে অবস্থান নিয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন।  

আমানউল্লাহ খান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর