রাবিতে কুরআন পোড়ানোর ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হল ও মসজিদে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, ময়মনসিংহের ভালুকায় এক অভিযানের মাধ্যমে ফেরদৌস রহমান ফরিদকে (২২) গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) তাকে রাজশাহীতে হস্তান্তর করা হয়েছে।
ফরিদ রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী এবং ময়মনসিংহের ভালুকার বাসিন্দা। ঘটনার পর সে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কুরআন পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে তদন্ত এখনো চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাবির শহীদ আমির আলী হল, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, মাদার বখস হল, মতিহার হল, সোহরাওয়ার্দী হল এবং শেরে বাংলা এ কে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে ও শেলফে পবিত্র কুরআন পোড়ানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা দায়ের করে।
কামরুজ্জামান ফাহাদ/এটিআর