Logo

ক্যাম্পাস

ইবির ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান দাবিতে মানববন্ধন

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩

ইবির ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের সন্ধান দাবিতে মানববন্ধন

ছবি : সংগৃহীত

২০১২ সালে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসের সন্ধান চেয়ে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীরা।  

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন আয়োজন করেন।  

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘শুরু থেকে এখন পর্যন্ত আমরা আমাদের ভাইদের ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিস্ট সরকার চলে গেলেও আমরা আমাদের ভাইদের সন্ধান পাইনি। ব্যারিস্টার আরমান ফিরেছে, তাহলে আমাদের ভাইদের সন্ধান দেন। যদি তারা জীবিত না থাকে, অন্তত তাদের লাশের সন্ধান দেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত আমাদের ভাইদের খোঁজ বের করুন।’  

প্রসঙ্গত, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস। কিন্তু পথিমধ্যে সাভারের আশুলিয়ার নবীনগর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। তবে এ বিষয়ে কোনো গ্রেপ্তারের তথ্য স্বীকার করেনি পুলিশ।  

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দাবি করেছেন, ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাস ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাদের গুম করা হয়েছে। এক যুগ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও সহপাঠীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

মাসুম শাহরিয়ার/এটিআর  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর