কুবির সেকশন অফিসার মাজেদের বেতন-ভাতা বন্ধ
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
কুবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২
![কুবির সেকশন অফিসার মাজেদের বেতন-ভাতা বন্ধ](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/05/Misbah-Jamil--(13)-67a313ff2e77f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদের বেতন-ভাতা বন্ধ করেছে প্রশাসন। ছয় মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৫ আগস্টের পর থেকে সে আর অফিসে আসেনি। তাই জানুয়ারি মাস থেকে তার বেতন-ভাতা বন্ধ করা হয়েছে।’
এর আগে, গত ১৬ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে গত ২৩ অক্টোবর নোটিশ পাঠানো হয়। ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলেও মাজেদ কোনো জবাব দেননি। পরবর্তীতে গত ৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাতেও সাড়া মেলেনি।'
বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে আহ্বায়ক ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এস. এম. মাহমুদুল হক।
উল্লেখ্য, রেজাউল ইসলাম মাজেদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
আইএইচরিফাত/এমআই