Logo

ক্যাম্পাস

রাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে দিল শিক্ষার্থীরা

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬

রাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে দিল শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে নতুন নাম 'বিজয়-২৪' দিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন আন্দোলনকারীরা। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। 

জানা গেছে, রাত ৯টা বাজতেই দলে দলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে উপস্থিত হয়। পরে তারা হলটির নামফলক, উদ্বোধনী ফলকসহ শেখ মুজিবের চিহ্ন সম্বলিত স্থাপনাগুলো রড, হাতুড়ি, কোদাল দিয়ে ভেঙে দেয়। এ সময় তারা হলটির নতুন নাম 'বিজয় ২৪' রাখেন। এরপর রাত পৌনে ৯টার দিকে তারা নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন। এছাড়াও পরবর্তীতে তারা নির্মাণাধীন শেখ হাসিনা হল ও শেখ ফজিলাতুন্নেছা হলের দিকে যাওয়ার ঘোষণা দেয়।

কম্পিউটার সায়েন্স প্রকৌশল বিভাগের নাজমুল বলেন, 'নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও তার চিহ্নের কোনো জায়গা দেওয়া হবে না। ফ্যাসিবাদের এ সকল চিহ্ন মুছে দিতে আজকে আমাদের এ কর্মসূচি পালন করা হচ্ছে।'

কামরুজ্জামান ফাহাদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর