Logo

ক্যাম্পাস

রাবির চার হলের নতুন নামকরণে বিপত্তি শিক্ষার্থীদের

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৬

রাবির চার হলের নতুন নামকরণে বিপত্তি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার হলের নতুন নামকরণ করেছেন শিক্ষার্থীরা। নামকরণের এক পর্যায়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভেঙে নতুন নাম দেওয়া নিয়ে বিপত্তি বাধে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে মিলিত হয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে চারটি হলে গিয়ে ভাঙচুর করেন।

এ সময় সেখানে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।

পরে প্রক্টরের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরে আসলে হলের আবাসিক শিক্ষার্থীরা নতুন নাম সংবলিত পোস্টার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেন।

নামফলক ভেঙে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম দেওয়া হয়েছে বিজয়-২৪ হল।

নির্মাণাধীন এএইচএম কামরুজ্জামান হলকে শহীদ আলী রায়হান হল, নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দিয়েছেন ফতিমা আল-ফিহরিয়া এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলকে নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হল নাম দেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, রাত ৯টা বাজতেই দলে দলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে উপস্থিত হন। পরে তারা হলটির নামফলক, উদ্বোধনী ফলকসহ শেখ মুজিবের চিহ্ন সংবলিত স্থাপনাগুলো ভেঙে দেন। এ সময় তারা হলটির নতুন নাম ‘বিজয় ২৪’ রাখেন।

পরে রাত পৌনে ৯টার দিকে নির্মাণাধীন এএইচএম কামারুজ্জামান হলেরও নামফলক ভেঙে ফেলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে আন্দোলনরত কম্পিউটার সাইন্স প্রকৌশল বিভাগের নাজমুল বলেন, ‘নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও তার চিহ্নের কোনো জায়গা দেওয়া হবে না। ফ্যাসিবাদের এসব চিহ্ন মুছে দিতে আজকে আমাদের এ কর্মসূচি পালন করা হচ্ছে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর