ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করল শিক্ষার্থীরা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪
![ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করল শিক্ষার্থীরা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/06/Bangladesher-Khabor-MI-(4)-67a4660999065.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করেছেন একদল শিক্ষার্থী। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংসের পর এবার ঢাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেন তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাঁরা হলের নামফলক হাতুড়ি দিয়ে তুলে ফেলে নতুন নামকরণ করেন- ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।
শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িকে ধ্বংস করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে ভাঙচুর ও বুলডোজার ও ক্রেন দিয়ে ধ্বংস করা হয়।
এছাড়া, বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের নামফলক থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে বুধবার রাত আটটার মধ্যেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এর পরপরই
রাত ১১টার দিকে সেখানে একটি ক্রেন এবং পরে একটি এক্সকেভেটর এনে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়।
শিক্ষার্থীরা বলেন, যারা আমাদের ভাইকে হত্যা করেছে , অনেককে আহত করেছে সেসব ফ্যাসিস্টের কোন চিহ্ন এই ক্যাম্পাসে থাকবে না। এখন থেকে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল।
এসময় সেই হলের শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে অধিকাংশের মতের ভিত্তিতে এই নতুন নামকরণ করা হয়।
এমএমআই/এমআই