ছাত্রলীগের অপকর্মের পেছনে জামায়াতের হাত রয়েছে : ছাত্রদল নেতা

রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪

শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডবের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল রাবি শাখা। এ সময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘ছাত্রলীগের অপকর্মের পেছনে জামায়াতের হাত রয়েছে। ক্ষমতার লোভে একটি রাজনৈতিক দল পাশের দেশের ফাঁদে পা দিয়ে বাংলাদেশকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দিয়েছে। তবে আমরা এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।’
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরের দলীয় টেন্ট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ‘মার্চ ফর জাস্টিস’ শিরোনামে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত ও কঠোর শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে ষড়যন্ত্র করে যাচ্ছে। রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব এখনো উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।’
এমজে