Logo

ক্যাম্পাস

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৬

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

জুলাই গণঅভ্যুত্থানের আগে ও আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় ছাত্রলীগের বিচার ও তাদের দোসরদের তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়ে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বরাবর এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তাদের সেসব কর্মকাণ্ডের বিচার করে সাজা নিশ্চিত করতে হবে। এ ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী দোসরের ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

স্মারক লিপিতে আরও বলা হয়, বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার নজিরবিহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে অতি দ্রুত আমাদের দাবি মেনে নিতে হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। দীর্ঘ দেড় দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিপীড়িত শিক্ষার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করেছি। দেশের ছাত্র-তরুণ-যুবকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হয়েছি। তারা এই ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধীমতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। এতে অনেকেই তাদের সহযোগী হিসেবে কাজ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। আমরা চাই, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবে।’

জান্নাতুন নাইম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর