Logo

ক্যাম্পাস

এনটিআরসির শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের শাহবাগে লাগাতার কর্মসূচির ডাক

Icon

ঢাবি প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪

এনটিআরসির শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের শাহবাগে লাগাতার কর্মসূচির ডাক

১৭টি নিয়োগ সুপারিশের পরীক্ষা নিয়ে মাত্র ৫টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসন করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা। দ্রুত এনটিআরসির নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা না করলে ১০ ফেব্রুয়ারি থেকে শাহবাগে লাগাতার কর্মসূচির ডাক দেবেন তারা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহবায়ক জিএম ইয়াছিন। 

তিনি বলেন, এনটিআরসি কতৃক নিয়োগ চক্রের ১ম-৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের দিয়ে শূন্য পদ পূরণ না করায় আমরা প্রায় ১২-১৩ হাজার পাসকৃত শিক্ষক বৈষম্যের শিকার ও সিস্টেমের দুর্নীতির কারণে আমাদের নিয়োগ দেওয়া হয়নি।

আমাদের অনেকে একাধিকবার এনটিআরসির নিবন্ধিত পরীক্ষায় পাস করেও তারা চাকরিতে সুপারিশ পায়নি। কিন্তু এমন অনেক শিক্ষক নিয়োগ হয়েছে যারা কিনা আবেদনই করেননি, অথচ সাবেক শিক্ষামন্ত্রী দিপু মণি ও নওফেলের আমলে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। 

এ সময় তিনি আরও বলেন, এই সকল বৈষম্য দূরীকরণ করতে আমরা ২০২১ সালের ৮ অক্টোবর থেকে মানববন্ধন করে আজ পর্যন্ত বহু দেনদরবার করে আসছি। সম্প্রতি প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের প্রতিশ্রুতি দেওয়ার অর্থই হলো মাননীয় প্রধান উপদেষ্টার মুখের কথা। তিনি আমাদের প্রতিশ্রুতি দেন আমাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন  কিন্তু আমলারা প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ কথা অমান্য করছেন। ফলে কাল বিলম্ব না করে অবিলম্বে নিয়োগ প্রত্যাশীদের রুটি-রুজির ব্যবস্থা করুন। তা না হলে ২০২৪ সালের জুলাই বিপ্লব ধুলায় ধূসরিত হয়ে যাবে। এমনকি প্রধান উপদেষ্টার তাত্ত্বিক গবেষণা থ্রি জিরোর মূল প্রতিপাদ্য বেকারত্ব শূন্যে নামিয়ে আনা দুরূহ হয়ে যাবে। যা রাষ্ট্রের জন্য অশনি সংকেত হতে যাচ্ছে।

এমএমআই/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর