জাবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বিএনসিসির সাথে শিবিরের সৌজন্য সাক্ষাৎ

জাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২
-67ab74ae34540.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা সুষ্ঠুভাবে পালনের দায়িত্বে থাকা বিএনসিসি প্লাটুনকে উৎসাহ প্রদান করেছে ইসলামি ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি কার্যালয়ে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিএনসিসি প্লাটুনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান, যার প্রধান কাজ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। ২০২৪-২৫ সেশনে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছেন, ইসলামী ছাত্রশিবির তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আবাসনের ব্যবস্থা করছে। এছাড়াও, তথ্য সরবরাহের জন্য ও অভিভাবকদের বসার সুবিধার্থে আমরা তাবুর ব্যবস্থা করেছি।’
তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বিশেষত, ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বিএনসিসি ক্যাডেটদের সঙ্গে আজ আমরা সাক্ষাৎ করেছি এবং কোমল পানীয় উপহার দিয়ে তাদের উৎসাহিত করার চেষ্টা করেছি।’
তিনি আরো জানান, ‘হঠাৎ কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
মতবিনিময় শেষে শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে বিএনসিসি প্লাটুনের সদস্যদের কোমল পানীয় উপহার দেওয়া হয়।
আমানউল্লাহ খান/এমএইচএস