Logo

ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-সাংবাদিক লাঞ্ছিত, ১২ শিক্ষার্থী বহিষ্কার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-সাংবাদিক লাঞ্ছিত, ১২ শিক্ষার্থী বহিষ্কার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এক ছাত্রীকে স্থায়ী বহিষ্কারসহ আরও ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৫ ফেব্রুয়ারি চবির শেখ হাসিনা হলের নামফলক ও সামনে নির্মিত নৌকা ভাঙার চেষ্টা করলে হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলীকে চড় মারেন শেখ হাসিনা হলের ছাত্রী আফসানা এনায়েত এমি। একই সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানিয়েছেন, শিক্ষকের গায়ে হাত তোলার অপরাধে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আরও ৯ শিক্ষার্থীকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ধর্ম অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে ২ বছর এবং আরেকজনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- স্থায়ী বহিষ্কার: আফসানা এনায়েত এমি (আইন বিভাগ, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ২ বছরের জন্য বহিষ্কার: মোসা. সুমাইয়া (মার্কেটিং বিভাগ, ২১-২২ শিক্ষাবর্ষ) ফারজানা ইয়াসমিন পুতুল (ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, ১৯-২০ শিক্ষাবর্ষ) ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার (যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ১৮-১৯ শিক্ষাবর্ষ) জান্নাতুল মাওয়া মিথিলা (ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগ, ২০-২১ শিক্ষাবর্ষ) এলিসা স্বর্ণা চৌধুরী (মেরিন সায়েন্স বিভাগ, ১৭-১৮ শিক্ষাবর্ষ) রওজাতুল জান্নাত নিশা (পুলিশ সায়েন্স বিভাগ, ১৭-১৮ শিক্ষাবর্ষ)ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা (চারুকলা ইনস্টিটিউট, ২২-২৩ শিক্ষাবর্ষ) উম্মে হাবিবা বৃষ্টি (ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগ, ১৮-১৯ শিক্ষাবর্ষ) মাইসারা জাহান ইশা (ওশানোগ্রাফি বিভাগ, ২২-২৩ শিক্ষাবর্ষ), এস. এম. সানবিম সিফাত (নৃবিজ্ঞান বিভাগ, ২৪ শিক্ষাবর্ষ) – ২ বছরের বহিষ্কার,জাফরিন সুলতানা (নৃবিজ্ঞান বিভাগ, ২০-২১ শিক্ষাবর্ষ) – ১ বছরের বহিষ্কার।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এ ঘটনায় চবি ক্যাম্পাসে আলোচনার ঝড় বইছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর