Logo

ক্যাম্পাস

জাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৯

জাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই স্বপ্নবাজ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এক উজ্জ্বল অধ্যায়। দেশের নানা প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতায় বিভিন্ন ছাত্রসংগঠন নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। ব্যানার, পোস্টার, তথ্যকেন্দ্র, খাবার-পানি বিতরণসহ নানাবিধ উদ্যোগে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

৯ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদের (ডি-ইউনিট) পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের ভর্তি যুদ্ধ, যা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্ররাজনৈতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্র সংগঠনগুলোও দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছে। এর মধ্যে অন্যতম ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি, যারা অসংখ্য শিক্ষার্থী ও অভিভাবকের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা পরীক্ষার পুরো সময়জুড়ে নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ফটোবুধ স্থাপন, বিনামূল্যে মোবাইলফোন ও ব্যাগ রাখার ব্যবস্থা, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছাউনি স্থাপন এবং পরীক্ষার্থীদের বাইক সার্ভিস প্রদানের মতো উদ্যোগ গ্রহণ করেছে তারা। এমনকি, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসন সহায়তার ব্যবস্থাও করেছে সংগঠনটি।

ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ইফ্রাত আমিন অক্ষর বলেন, ‘Dhaka Zilla Students Welfare Association, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল জেলা সমিতির মাঝে শুভেচ্ছা বিনিময়ের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, আগামীতে সকল জেলা সমিতি একত্রে কাজ করে সহযোগিতার ধারা আরও সুদৃঢ় করুক। শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তামূলক উদ্যোগ অব্যাহত থাকুক।’

ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির এমন উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। একাধিক অভিভাবক জানান, ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন পরিবেশে এসে দুশ্চিন্তায় পড়তে হয় অনেককেই। বিশেষত, বিশ্রাম নেওয়ার স্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয়। কিন্তু ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির এমন মানবিক উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব করেছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী সাজ্জাদ বলেন, ‘এখানে এসে দেখলাম, শুধু পরীক্ষার ব্যবস্থাই নয়, আমাদের সুপেয় পানি থেকে শুরু করে বিভিন্ন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা সত্যিই স্বস্তিদায়ক।’

ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এ প্রচেষ্টা শুধু ভর্তিচ্ছুদের সহায়তায় নয়, বরং বিভিন্ন জেলা সমিতির মধ্যে সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা।

আমানউল্লাহ খান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর