Logo

ক্যাম্পাস

ড্যাফোডিলে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর শুরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮

ড্যাফোডিলে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর শুরু

‘রিয়েল স্টোরিজ বাই রিয়েল পিপল’ প্রতিপাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (CDSTF)। 

এবারের উৎসবের মূল বিষয় ‘উপকূলীয় জীবন’, যেখানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংগ্রাম, সংস্কৃতি ও টিকে থাকার লড়াই তুলে ধরা হচ্ছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে দুই দিনব্যাপী এই ফেস্টিভ্যালের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা সারমিন বলেন, ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল আমাদের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের একটি স্বতন্ত্র উদ্যোগ। এখানে মূলত পিছিয়ে পড়া, দুর্ভোগে থাকা মানুষের গল্প উঠে আসে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাংবাদিকতা বিভাগ সবসময়ই সৃজনশীল প্রোগ্রামের আয়োজন করে এবং এই আয়োজনগুলো শিক্ষার্থীরাই সম্পূর্ণভাবে পরিচালনা করে। তাদের উদ্যোগ ও কার্যক্রম আমাকে সবসময়ই মুগ্ধ করে।’

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর