Logo

ক্যাম্পাস

যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন দখল পরিকল্পনার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩

যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন দখল পরিকল্পনার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যুক্তরাষ্ট্রের ফিলিস্তিদের ভূমিছাড়া করার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে একদল শিক্ষার্থী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘রিজেক্ট ট্রাম্প-রিজেক্ট ইউএস পলিসি, বয়কট ট্রাম্প সেভ গাজা, ইউনাইট মুসলিম সেভ গাজা, মুসলিম আর্মিস হু ইজ সালাউদ্দিন আমং ইউ’ শীর্ষক প্ল্যাকার্ড দেখা যায়। 

এ ব্যাপারে আইসিটি বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মো. বিল্লাল হোসেন বলেন, ‘আমেরিকা ফিলিস্তিনের মানুষদের তাদের ভূমি থেকে সরানোর চেষ্টা করছে যার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই ফিলিস্তিনের মানুষরা তাদের পবিত্র ভূমিছাড়া না হোক। ফিলিস্তিন একটি পবিত্র ভূমি সেখানে অন্য কারো দখল না আসুক। আমাদের বাংলাদেশ সরকার যাতে সবসময় তাদের পাশে থাকে সে দাবি জানাই।’

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা এলাকায় ফিলিস্তিনিদের পুনর্বাসন না হওয়ার এবং দখল করার কথা বলেন। 

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর