জুলাই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক : মামুনুল হক

ইবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২
-(6)-67b3381f11d2b.jpg)
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব। এ বিপ্লবকে আমাদের ধারণ করতে হবে।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে খেলফাত মজলিস আয়োজিত জুলাই পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, ‘ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে গোটা জাতি ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তবে তা অগোছালো ও অসংগঠিত।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর ধরে নির্মম নির্যাতন, নিষ্পেষণের শিকার সকল মানুষ। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলাম। শত শত নিরপরাধ মানুষ গুমের শিকার হয়েছে। আমরা সেই গুমের রাজ্যে আর ফিরে যেতে চাই না। আওয়ামী লীগকে বাংলার মানুষ ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না।’
এ সময় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আলী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল হক, ইসলামী বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাসুম শাহরিয়ার/এমজে