Logo

ক্যাম্পাস

এবার কুবি শিবিরের প্রচার সম্পাদক প্রকাশ্যে এলেন

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

এবার কুবি শিবিরের প্রচার সম্পাদক প্রকাশ্যে এলেন

সভাপতি ও সেক্রেটারির পর এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক। সংগঠনটির প্রচার সম্পাদক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আহমেদ আল-আমিন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী। 

এ ছাড়া কুবি শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতেও প্রচার সম্পাদক হিসেবে নূর আহমেদ আল-আমিনের নাম দেখা যায়। 

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘আমাদের নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আহমেদ আল-আমিন দায়িত্ব পেয়েছেন।’ 

কমিটি পূর্ণাঙ্গ হয়েছে কি না- প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। কেন্দ্রের অনুমতিক্রমে আমরা তা প্রকাশ করব ইনশাআল্লাহ!’

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি আত্মপ্রকাশ করেন। এরপর গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলামকে সেক্রেটারি ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

ইমতিয়াজ রিফাত/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর