কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালে বিজয়ী কুবির জাভেদ

কুবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 'সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)-এর ওয়ান মিনিট ভিডিও ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাভেদ রায়হান।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই ফেস্টিভ্যালের মূল আয়োজন অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে জাভেদ রায়হান উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘এই অর্জন আমার জন্য ভীষণ আনন্দের। ভিডিওগ্রাফি ও সিনেমাটোগ্রাফির প্রতি আমার আগ্রহ সবসময়ই ছিল, আর এই স্বীকৃতি ভবিষ্যতে আমাকে আরও অনুপ্রাণিত করবে। আমি আমার এই অর্জন উৎসর্গ করতে চাই আমার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এবং আমার পরিবারকে।’
উল্লেখ্য, এই ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণের জন্য ইনডিপেনডেন্ট, ডিআইইউ বেস্ট কমিউনিটি ডিজিটাল স্টোরি, ওয়ান-মিনিট এবং সাংবাদিকতা নামে চারটি ক্যাটাগরি ছিল।
এমএইচএস