নামফলক ভাঙতে গিয়ে আহত ছাত্রদল কর্মীকে ইসলামী ব্যাংকের অনুদান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে গিয়ে গুরুতর আহত হয়েছে ছাত্রদলের কর্মী শাহজালাল আহমেদ জনি। আহত জনির চিকিৎসার জন্য ৯৫ হাজার টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক, ত্রিশাল (ময়মনসিংহ) শাখার কর্মকর্তারা।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইসলামী ব্যাংকের ইভিপি ও ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে এই অনুদান হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ত্রিশাল শাখার প্রধান মো. আনোয়ার হোসাইন ফুয়াদ, ম্যানেজার (অপারেশন) মো. আব্দুল আওয়াল, আনসারুল ইসলাম এবং ব্যবসায়ী আবু ফয়সাল খান।
আহত জনির চিকিৎসার জন্য অর্থ সংকট দেখা দেওয়ায় ইসলামী ব্যাংক, ত্রিশাল শাখার কর্মকর্তারা ব্যক্তিগত উদ্যোগে ৯৫ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুদান গ্রহণের সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন সিদ্দিকী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারের উপস্থিতিতে শাহজালাল আহমেদ জনির পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের একাংশ ক্ষুব্ধ হয়ে মুজিব পরিবারের স্মৃতিধারক স্থাপনাগুলো ভেঙে ফেলার ঘোষণা দেয়।
এই ঘোষণার পরপরই কিছু শিক্ষার্থী প্রথমে শেখ মুজিবুর রহমান হলের সংলগ্ন ম্যুরাল ভাঙার চেষ্টা করে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙতে যায়। এতে অংশ নেন ছাত্রদল কর্মী শাহজালাল আহমেদ জনিও।
নামফলক ভাঙার চেষ্টাকালে শাহজালাল আহমেদ জনি ২০ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তার সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
উল্লেখ্য, শাহজালাল আহমেদ জনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের অনুসারী হিসেবেও পরিচিত।
মো. সাইফুল ইসলাম/এমএইচএস