Logo

ক্যাম্পাস

‘যারা আত্মপ্রকাশ করতে ভয় পায়, তারাই ছাত্রদলের ওপর হামলা করেছে’

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭

‘যারা আত্মপ্রকাশ করতে ভয় পায়, তারাই ছাত্রদলের ওপর হামলা করেছে’

ছবি : বাংলাদেশের খবর

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যারা আত্মপ্রকাশ করতে ভয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা গতকাল ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 

নাছির উদ্দীন বলেন, ‘শিবিরের কর্মীরা প্রথমে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তারা যদি হামলায় অংশগ্রহণ না করতো তাহলে এরকম সংঘাত কখনোই হতো না। প্রকাশ্য রাজনীতি করার অধিকার সবার রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চায়। কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৭ জানুয়ারি কমিটি দিয়েছে। সেখানে শিবিরেরও কমিটি রয়েছে। তারা যদি রাজনীতি করতে পারে, তাহলে কেন তাদের ওপর হামলা করা হয়েছে।  যে আহ্বায়ক রয়েছে তাকে আমরা শিবিরের নেতা হিসেবে জানি।’  

তিনি বলেন, ‘যারা আহত হয়েছে, সবার যেন খোঁজ নেওয়া হয়। আমরা এখনো এক এবং ঐক্যবদ্ধ আছি। আমরা যে অঙ্গীকার করেছি, তা বজায় রাখতে চাই। শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে না বলে প্রচার চালায়। যখন তারা ব্যর্থ  হয়, তখন তারা বিভিন্ন ইস্যু নিয়ে  হিসেবে অপপ্রচার চালায়।’

তিনি আরও বলেন, ‘গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা  বিশৃঙ্খল মব করেছে। নেতৃত্ব দিয়েছে আহ্বায়ক ওমর ফারুক। কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন ওয়াজ নসিহত ও জ্ঞান দিয়ে থাকেন। রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে, সেখানে কোন প্রটোকলে গিয়ে সভা করেছেন আমরা জানতে চাই।’ 

এমএমআই/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর