জবি শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচির ২য় দিন

জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪
-67b5db76952cc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
অত্যাধুনিক মেডিকেল সুবিধাসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। অবস্থান কর্মসূচিতে বসা শিক্ষার্থীর নাম মো. ইব্রাহীম খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে বসেন এই শিক্ষার্থী।
ইব্রাহিম বলেন, আমি টানা দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি করছি। আমি এককভাবেই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমার সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি। আমারে দাবি মানা না হলে কর্মসূচি আর কঠোর থেকে কঠোরতার হবে।
তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই গত ১৭ তারিখে আত্মহত্যা করার চেষ্টা করে। তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স করে মিডফোর্ড এ নিয়ে যাওয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে কোন অক্সিজেন কানেকশন ছিল না। তিনি আজ মারা গেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেন ইব্রাহিম খলিল। তাঁর তিনটি দাবি হলো- প্রতি ১৫০০ শিক্ষার্থীর বিপরীতে ১ টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিতে হবে, মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে (এমআরআই, এক্সরে, সিটি স্ক্যান সুবিধাসহ), ২ টি দাবিই চলতি অর্থবছরেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
জেএন/এমআই