Logo

ক্যাম্পাস

ড্যাফোডিলে থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

ডিআইইউ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৫

ড্যাফোডিলে থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘থ্রি মিনিট থিসিস’ (3MT) প্রতিযোগিতা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সম্মেলন কক্ষে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। এর আগে, গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডিপার্টমেন্ট পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বুধবার সকালে গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে  সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. ইমরান মাহমুদ  বলেন, ‘গবেষণা শুধুমাত্র তথ্য সংগ্রহ নয়, বরং তা কার্যকরভাবে উপস্থাপন করার দক্ষতাও অর্জন করতে হয়। 3MT প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণা ও উপস্থাপনার দক্ষতা উন্নত করবে।’

গ্র্যান্ড ফাইনালের প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার জগতে আরও অগ্রসর হতে সাহায্য করবে এবং নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।’

এইসময় ডাটাসফট সিস্টেমস বিডি লিমিটেডের প্রেসিডেন্ট এম মনজুর মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সামনে শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিযোগিতার মূল বক্তা হিসেবে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং (UMPSA)-এর অধ্যাপক ড. ইউডি ফার্নান্দো বলেন, ‘অ্যাকাডেমিক গবেষণাকে সহজ ভাষায় উপস্থাপন করার দক্ষতা অর্জন করাই 3MT প্রতিযোগিতার মূল লক্ষ্য। এটি শিক্ষার্থীদের গবেষণা ও পেশাদার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এই প্রতিযোগিতার বিচারক প্যানেলে হিসেবে  ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (HRDI)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির, তথ্য প্রযুক্তি ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. নুসরাত জাহান, গবেষণা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহফুজা পারভীন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. হাসান মাহমুদ।

থ্রি মিনিট থিসিস (3MT) প্রতিযোগিতা মূলত অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের (University of Queensland, Australia) ট্রেডমার্ককৃত একটি প্রতিযোগিতা। এতে পিএইচডি শিক্ষার্থীদের মাত্র তিন মিনিটের মধ্যে তাদের গবেষণা সহজ ভাষায় উপস্থাপন করতে হয়, যাতে সাধারণ মানুষও তা বুঝতে পারে। এটি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক দক্ষতা, উপস্থাপনা কৌশল এবং যোগাযোগ সক্ষমতা বাড়াতে সাহায্য করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজিত প্রতিযোগিতায় ১০ জন চূড়ান্ত প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের গবেষণা উপস্থাপনাগুলো বিচারকদের সামনে প্রদর্শিত হয় এবং সেরা তিনজনকে যথাক্রমে বিজয়ী, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া দুটি ‘পিপলস চয়েস’ পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।

আয়োজকরা জানান, ২০২৪ সালের আগস্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অনুমোদন লাভ করে এবং আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পায়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণাকে সংক্ষিপ্ত ও কার্যকরভাবে উপস্থাপনের সুযোগ করে দেয়। এটি গবেষণা ও অ্যাকাডেমিক উৎকর্ষতার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে গবেষণামুখী শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুপ্রেরণা পান।

পারভেজ মোশারফ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর