একুশের প্রথম প্রহরে দেশের সর্বোচ্চ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

জাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অমর একুশের প্রথম প্রহরে দেশের সর্বোচ্চ ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। শ্রদ্ধা নিবেদনকালে নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের সভাপতি, শিক্ষক, অফিসার, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপাচার্যের সঙ্গে ছিলেন।
উপাচার্যের পর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, ছাত্র সংসদ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়ন, বিভিন্ন হল, বিভাগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
এদিকে ভাষা দিবসকে কেন্দ্র করে মধ্যরাতে লোকে লোকারণ্য হয়ে উঠে জাবি শহীদ মিনার প্রাঙ্গণ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি। তাছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে ভাষা দিবসের ওপর কবিতা, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
আমানউল্লাহ খান/ওএফ