রাসুলকে কটূক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবি কুবিতে

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭
-67baf3582169a.jpg)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান আল্লাহ ও রাসুল (স.) নিয়ে কটূক্তি ও র্যাব কর্মকর্তা আলেপের গ্রেপ্তার ও বিচার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
রোববার (২৩ফেব্রুয়ারি) সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
এ সময় ‘আল্লাহ শানে ও রাসুলের শানে অপমান, সইবেনারে মুসলমান’, ‘নাস্তিকদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘রাসুলের কটূক্তি মানি না মানি মানব না’, ‘রাখাল রাহার বিরুদ্ধে লড়তে হবে একসাথে’, ‘যে রাষ্ট্র ধর্ষক পোষে সেই রাষ্ট্র ভেঙে দাও’ ইত্যাদি লেখা সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা আল্লাহ ও রাসুলের কটূক্তিকারী রাখাল রাহাকে গ্রেপ্তার ও র্যাব কর্মকর্তা আলেপের দ্রুত বিচারের দাবি জানান। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে কঠিন আন্দোলনের হুঁশিয়ার দেয় শিক্ষার্থীরা।
ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহিম বলেন, ‘হাদিসের আলোকে বুঝা যায়, যদি কোনো ব্যক্তি নিজের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে আর সে প্রতিরোধে হত্যার মতো কোনো ঘটনা ঘটে তাতেও কোনো দোষ নেই। কেননা সম্ভ্রম বাঁচাতে গিয়ে যদি প্রতিরোধকারী নিহত হয় তবে সে পাবে শাহাদাতের মর্যাদা। এ প্রতিরোধে সম্ভ্রম লুণ্ঠনকারীও নিহত হতে পারে। অর্থাৎ মা বোনেরা, আপনারা এমন পরিস্থিতির স্বীকার হলে প্রতিরোধ গড়ে তুলুন।’
তিনি আরও বলেন, ‘যদি রাখাল রাহার মতো আল্লাহ ও রাসুলের অবমাননাকারীদের বিচার না করতে পারেন তাদের বিচার কীভাবে করতে হয় তৌহিদী জনতাই বুঝে নিবে। অনতিবিলম্বে তার বিচার করার আহ্বান রইলো।’
লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনে হাসান অন্তর বলেন, ‘বারবার মহানবী (স.) নিয়ে কটূক্তি ও ব্যঙ্গ করা হচ্ছে। আমরা বলে দিতে সকল মুসলমানের হৃদয় ও ভালোবাসার নাম হয়রত মুহাম্মদ (স.)। যদি আপনারা রাসুল (স.) নিয়ে কটূক্তি আমরা আমাদের রক্ত দিয়ে লড়াই করে যাব। আমরা আমাদের নবীর শানে বেয়াদবি সহ্য করব না, যদি আমাদের শহীদও হতে হয়। আমরা সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে গদি ছেড়ে দেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা ওরফে (সাজ্জাদুর রহমান) ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে এবং গত ২০ ফেব্রুয়ারি সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
ইমতিয়াজ রিফাত/এমএইচএস