মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:৪০
অ
-67c40b875e600.jpg)
ছবি : বাংলাদেশের খবর
অপারেশন ডেভিল হান্টে ছিনতাইকারী ও ডাকাতসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (১ মার্চ) অপারেশনে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
এনএমএম/এমআই