Logo

রাজধানী

শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন, নিহত ৪

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৩:২৭

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। নিহত ৪ জনই পুরুষ। সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে ভাটারা থানাধীন শাহজাদপুর এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।’

তিনি আরও বলেন, ‘নিহতদের সবার লাশ পাওয়া গেছে ভবনটির ৬ তলায়। তার মধ্যে একটি লাশ পড়েছিল বাথরুমের সামনে, বাকি তিনটি লাশ পড়েছিল সিড়ির গোড়ায়।’ যেখানে সিড়ির দরজায় তালা মারা ছিল বলেও জানিয়েছেন তিনি।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর