Logo

রাজধানী

শাহজাদপুরে হোটেলে আগুন

নেই ফায়ার-রাজউকের অনুমোদন, তালাবদ্ধ রাখা হয় সিঁড়ি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৫:৪৬

নেই ফায়ার-রাজউকের অনুমোদন, তালাবদ্ধ রাখা হয় সিঁড়ি

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর শাহজাদপুরের যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটিতে ফায়ার সেফটি ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুধু তাই নয়, ভবন নির্মাণেও ছিল না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন।

সোমবার (৩ মার্চ) আগুন নিয়ন্ত্রণ ও ৪ মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

তিনি বলেন, ভবনটির সিঁড়ি একেবারেই ছোট। তার ওপরে সিঁড়ির জানালা ছিল কাচ দিয়ে ঘেরা। যে কারণে ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটলেও কেউ লাফ দিয়েও নিচে নামতে পারেনি।

জানতে চাইলে তিনি বলেন, প্রাণ রক্ষার চেষ্টায় ছাদেও যেতে পারেননি সেখানে আটকা পড়া মানুষরা। তারা সিঁড়ির সামনে গিয়ে আটকা পড়েন। কারণ সিঁড়ির প্রবেশ পথটিও তালাবদ্ধ করে রাখা হয়েছিল সেখানে। যে কারণে দ্বিতীয় তলার অগ্নিকাণ্ডে ৬ষ্ঠ তলাতেও প্রাণহানি ঘটেছে। এর কারণ, আগুন থেকে দূরে থাকলেও ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করতে পারেনি নিহতরা।

তিনি আরও বলেন, এই ঘটনায় আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

ঘটনা তদন্তে কোনোরকম কমিটি করেছেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এখনো কোনো কমিটি করা হয়নি। তবে কমিটি করে তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতসহ অন্যান্য বিষয়গুলো জানানো যাবে। 

ভবনের মালিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবনের মালিকপক্ষের কাউকে আমরা এখনো পাইনি। মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে নেই।  

এনএমএম/এমজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর