Logo

রাজধানী

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৭:৫৭

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (৩ মার্চ) দুপুর ৩টায় আসাদগেট সংলগ্ন আড়ংয়ের গলির মাঠে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে শেষ হয়। 

সেখানে বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করেন এবং তার পদত্যাগের দাবি জানান। 


বিক্ষোভকারীরা সারাদেশে নারী নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, সন্ত্রাসী কার্যক্রম ও মব ভায়োলেন্সের তীব্র নিন্দা জানান। এসব বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কথা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে নারী নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, সন্ত্রাসী কার্যক্রম ও  মব ভায়োলেন্স বেড়েই চলেছে। এসব বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। তিনি রাষ্ট্রের নিরাপত্তা দিতে পারছেন না। তার এই ব্যর্থতা প্রমাণ করে যে, তিনি এই পদে থাকার যোগ্য নন। তাই আমরা দাবি করছি, তিনি যেন অবিলম্বে পদত্যাগ করেন। একজন যোগ্য ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া হোক।’

বক্তারা আরও বলেন, ‘শুধু পদত্যাগই নয়, আইন সংস্কারেরও দাবি জানাচ্ছি। নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

এই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে জোর দাবি জানান, যেকোনো মূল্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা সতর্ক করে দেন, যদি সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তাদের আন্দোলন আরও জোরদার হবে। 

এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকরা অংশ নেন। তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

  • জেসি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর