Logo

রাজধানী

শাহজাদপুরে অগ্নিকাণ্ড

সৌদিগামী ছেলেকে বিদায় জানাতে এসে প্রাণ গেল বাবার

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:১৯

সৌদিগামী ছেলেকে বিদায় জানাতে এসে প্রাণ গেল বাবার

রাজধানীর শাহজাদপুর এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম মিলন (৫৫)। সৌদিগামী ছেলেকে বিদায় জানাতে এসে তার প্রাণ গেল অগ্নিকাণ্ডে।

নিহত শহিদুল ইসলাম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। তার ছেলে মুবিন জমাদ্দার মঙ্গলবার (৪ মার্চ) সৌদি আরবে যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদায় জানাতে সোমবার সকালে ঢাকায় আসেন মিলন। তিনি শাহজাদপুরের সৌদিয়া হোটেলে অবস্থান নেন।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ছয় তলাবিশিষ্ট সৌদিয়া হোটেলের দ্বিতীয় তলায় গোল্ডেন টিউলিপ লাউঞ্জ নামে একটি বিউটি পার্লারে আগুন লাগে। এতেই তার প্রাণ ঝরে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভবনটির দুই তলায় বিউটি পার্লারে লাগা আগুনের ধোঁয়া দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে হোটেলের ভেতরে থাকা মানুষ আটকে পড়েন।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে চতুর্থ তলার বাথরুম থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। বাকি তিনজনের মরদেহ ছয়তলার সিঁড়ির নিচে পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এ ছাড়া ভবনের সিঁড়িগুলো সরু হওয়ায় দ্রুত বের হওয়ার সুযোগ ছিল না।

গোল্ডেন টিউলিপ লাউঞ্জের মালিক সাদিয়া বলেন, সকালে কয়েকজন কর্মী পার্লার চালু করতে গিয়েছিলেন। পরে এসির সুইচ চালু করতেই বিস্ফোরণ হয়। তবে আমাদের সব কর্মী নিরাপদে নিচে নেমে আসে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর