
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে হামলা, তল্লাশি ও লুটপাটের ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে। ওই ঘটনার নেপথ্যে ছিলেন শাকিল আহমেদ। তিনি জনতাকে উসকে দিয়ে সেখানে বিপুল পরিমাণ অর্থ থাকার গুজব ছড়ান। হামলার নেপথ্যে প্রধান ভূমিকাও তার।
বুধবার (৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার ( ৪ মার্চ) মধ্যরাতে শতাধিক লোক গুলশান-২ নম্বর সড়কের ৮১ নম্বর ভবন ঘিরে ধরে। তারা দাবি করে, ওই বাসায় কয়েকশ’ কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে। রাত ১২টার পর তারা ভবনের একটি ফ্ল্যাটে ঢুকে প্রায় আধাঘণ্টা ধরে তল্লাশি চালায় এবং বিভিন্ন মালামাল তছনছ ও ভাঙচুর করে।
পরে পুলিশের গুলশান জোনের উপকমিশনার (ডিসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাসদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শাকিল আহমেদ ছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল খন্দকার (৪৮) এবং তার ছেলে শাকিল খন্দকারকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
প্রেস উইংয়ের তথ্যমতে, শাকিল আহমেদ আগে ওই ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। তিনিই এলাকাবাসীকে বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ ও অস্ত্র থাকার তথ্য দেন এবং বাসায় হামলার জন্য উসকানি দেন।
এনএমএম/এটিআর