-67c914ef8eb0b.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতি (বিয়াম) ফাউন্ডেশনের ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে দগ্ধ ফারুক মীরও (৪০) মারা গেছেন। তিনি ফাউন্ডেশনের গাড়িচালক ছিলেন।
বুধবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
মৃত ফারুক মীরের ছোট ভাই মো. তোফায়েল মীর জানান, তাদের বাড়ি ভোলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। থাকতেন বিয়াম ফাউন্ডেশনের কার্যালয়ে। মাস্টার রোলে ওই কার্যালয়ের গাড়িচালক ছিলেন তিনি। এরআগে দীর্ঘ ১৫ বছর ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের গাড়ি চালাতেন। স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা ও এক মেয়ে ও দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।
অভিযোগ করে তোফায়েল বলেন, ‘ঘটনার পর থেকে অফিসের কেউ ফারুককে একবারও হাসপাতালে দেখতে আসেননি।’
এরআগে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম ফাউন্ডেশন কার্যালয়ের ৫ম তলায় এসি বিস্ফোরণ ঘটে। ওইদিনই মারা যান অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০)।
এআইবি/এমআই