
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি স্পষ্ট করেছে, হিযবুত তাহরীর যদি কোনোভাবে প্রচার-প্রচারণা চালানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরসহ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারণা ফৌজদারি অপরাধ।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো কার্যক্রম প্রতিহত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
- ডিআর/এমজে