-67c9d0e6ab411.jpg)
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে রমজান জুড়ে ‘ইফতার হোক সবার’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ীতে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ জনপথ মোড় পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই উদ্যোগে জেসিআই মানিকগঞ্জ ও জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের সদস্যরা অংশ নেন।
জেসিআই মানিকগঞ্জের লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ভাইয়ের উদ্যোগে ‘ইফতার হোক সবার’ কর্মসূচি পহেলা রমজান থেকেই চলছে। পথচারী ও ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে ইফতার করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
তিনি আরও জানান, যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ জনপথ মোড় পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সুশৃঙ্খলভাবে বিতরণ নিশ্চিত করতে তিনটি দল গঠন করা হয়, যাদের ছোট ছোট টিমে বিভক্ত করে কার্যক্রম পরিচালনা করা হয়।
এই ইফতার বিতরণে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নাহিদ হাসান কায়সার, জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের লোকাল প্রেসিডেন্ট সৈয়দ শাফায়েত করিম, জেসিআই মানিকগঞ্জের জেনারেল সেক্রেটারি আরিফ হোসাইন, লোকাল ডিরেক্টর সাবরিনা পারভীন খানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলা রমজান থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে গুলশান-১, গুলশান-২সহ ঢাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ইফতার বিতরণ করা হবে। এবারের রমজানে ৭০ হাজার থেকে এক লক্ষ মানুষের মাঝে ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এমএইচএস