Logo

রাজধানী

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৪:৩১

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মিছিল করেছে এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। ‘মার্চ ফর খিলাফাহ’ ব্যানারে বাইতুল মোকাররম এলাকায় মিছিলের ঘোষণা দিয়েছিল নিষিদ্ধ এই সংগঠন।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর তারা বাইতুল মোকাররম এলাকা থেকে মিছিল বের করে। মসজিদের উত্তর গেট থেকে নিষিদ্ধ হিযবুত তাহরীর মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যায়।

এ সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মিছিল ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। নিষিদ্ধ সংগঠনের অন্তত ছয়জনকে আটক করে পুলিশ।

মিছিলে বিভিন্ন ব্যানার হাতে খিলাফত খিলাফত স্লোগান দেন তারা। পুলিশ বাধা দিলে মিছিল নিয়ে পল্টন মোড় থেকে বিজয়নগর পানির ট্যাংকির দিকে চলে যায় তারা।


এর আগে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররম এলাকায় কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর বিপুল সদস্য বাইতুল মোকাররম ও পল্টন এলাকায় অবস্থান নেয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে বলেন, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। যে কারণে তাদের কর্মসূচি প্রতিহত করতেই বায়তুল মুকাররম মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট গতকাল (বৃহস্পতিবার) রাতে উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে নিষিদ্ধ এ সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তারা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

এসআইবি/ওএফ


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর