
বায়তুল মোকাররম মসজিদের সামনে ‘মার্চ ফর খিলাফা’র অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মীরা। মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় গেলে সেখানে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ সময় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ অবস্থায় পুলিশ অন্তত ৬ জনকে করেছে। তবে রাজধানীর পল্টন মোড় এলাকায় এখনো সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যদিও সেখানে হিযবুত তাহরীরের কাউকে দেখা যায়নি।
এর আগে বৃহস্পতিবার ‘মার্চ ফর খিলাফা’র ঘোষণা দেয় তারা। যদিও পুলিশ সদর দপ্তর বলছে, তারা নিষিদ্ধ সংগঠন। তাদের এ ধরনের কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই। যে কারণে আগের রাতে উত্তরায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তারও করেছে ডিএমপি।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
- এনএমএম/এমজে