বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ২২:০৬
-67cb196b4ebaf.jpg)
রাজধানীর বিমানবন্দর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. হৃদয় হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, আহত অবস্থায় হৃদয় হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে বিকেল পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. জাহাঙ্গীর জানান, বিমানবন্দরের বিপরীত পাশে আই পিসিও ডেভেলাপ কোম্পানির নির্মাণাধীন ১১ তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় হৃদয় এক ভবন থেকে আরেক ভবনে লাফ দেওয়ার চেষ্টা করেন। তখন ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ভবনটিতে শুধুমাত্র ফিনিশিংয়ের কাজ চলছিল, তবে শুক্রবার সেখানে কাজ বন্ধ ছিল। হৃদয় কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে কেউ সঠিকভাবে কিছু জানাতে পারেননি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
হৃদয় হোসেন জামালপুর সদরচক বেলতৈলী গ্রামের ওমর আলীর ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন বলে জানা গেছে।
এআই/এমএইচএস