
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট আগুনে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধের ঘটনায় মো. হান্নান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি জানান, হান্নানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার অবস্থা গুরুতর ছিল।
হান্নান শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গজনাপুর গ্রামের মো. মোতালেব শিকদারের ছেলে।
এর আগে গত ৩ মার্চ গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ি এলাকায় আগুনের ওই ঘটনাটি ঘটে। গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দগ্ধদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন- হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)। এদের মধ্যে হান্নান মারা গেছেন। দগ্ধ বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক শাওন বিন রহমান।
/এমবি