Logo

রাজধানী

নিউমার্কেটে হকার পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০০:৫৬

নিউমার্কেটে হকার পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

রাজধানীর নিউমার্কেটে গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে এক হকারকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার ওই হকারের নাম হারুন।

শুক্রবার (৭ মার্চ)  দুপুরে ফুটপাতের দোকান থেকে ঐ হকারকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা তেল পাম্পে তারা মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেন।

ভুক্তভোগী ও তার সহযোগীদের সূত্রমতে, মারধরের সাথে জড়িত ব্যক্তিরা হলেন- ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ১৬-১৭ সেশনের শিক্ষার্থী সিরাজুম মুনির নায়িব ও ১৯-২০ সেশনের শিক্ষার্থী দেওয়ান ফজলে হাসান নিয়ন। 

মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন বলেন, ‘নিউমার্কেটের গ্লোব মার্কেটের সামনে দোকানদারি করি অনেকদিন ধরে। একটি গ্রুপ নিয়ন ভাই ও নায়িব ভাইয়ের নেত্বেতে আমার জায়গার (ফুটপাতে দোকান বসানোর স্থান) দখল নিতে চায়। উনারা আসার পরে আমি বললাম যে আমরা তো দুই ভাই এখানে বসি এখানে জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি জায়গা দিতে পারব না। তখন আমি নিরাপত্তার জন্য ভিডিও করি। উনারা এটা দেখে আমাকে বলে যে ভিডিও করলি কেন? এরপর আমাকে পাম্পের ওখানে এনে মারধর করে। পরে ১০থেকে ১২ ছেলে এসে আমাকে দোকান থেকে বেল্ট দিয়ে বেঁধে পাম্পের এখানে মারধর করে। আমরা এখানে পাঁচ ছয় বছর ধরে দোকান করতেছি। এই জায়গা উনারা দখল করতে চান।

তিনি বলেন, মারধর করে আমার ফোন নিয়ে গেছে। ফোন নেওয়ার পরে আমি বলছি ফোনটা আমাকে দিয়ে দেন তখন ওরা বলছে ফোন পাবি না। ফোন নিয়ে চলে গেছে আমার ফোন আর ফেরত দেয় নাই।

তবে, বিষয়টি অস্বীকার করে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ফজলে হাসান নিয়ন বলে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি সেখানে যাইনি। এমন কিছুই করিনি । 

অভিযুক্ত আরেক ছাত্রদল নেতা সিরাজুম মুনির নায়িব বলেন, আমি এর সাথে জড়িত নই। আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কাউকে আঘাত করিনি, আমি কিছুই জানি না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, আমি বিষয়টা জানি না। তবে যদি এমনটা করে থাকে তাহলে আমাদেরকে তথ্য প্রমাণ দেন। আমরা কেন্দ্রের সাথে কথা বলে তাকে মাইনাস করব। এখানে কোনো খারাপ মানুষের স্থান নেই। আমরা কেন্দ্রের সাথে কথা বলে অবশ্যই ব্যবস্থা নেব।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর