Logo

রাজধানী

সড়ক দুর্ঘটনা : রাজধানীজুড়ে তীব্র যানজট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৪:১৭

সড়ক দুর্ঘটনা : রাজধানীজুড়ে তীব্র যানজট

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় মিনারা আক্তার নামে এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় তার সহকর্মীরা সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে পুরো রাজধানী জুড়ে।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে পোশাকশ্রমিকদের অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছেন।

রাজধানীর খিলগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী, মিরপুর, মগবাজারেও বনানীর যানজটের প্রভাব পড়েছে। এতে তীব্র ভোগান্তির কথা জানান অফিসগামী মানুষেরা।

মেরুল বাড্ডা থেকে তেজগাঁও অফিসে যাওয়ার সময় চরম ভোগান্তি সম্মুখীন হয়েছেন রিয়াজ হোসাইন। তিনি জানান, সাধারণত ৩০ মিনিটে যাতায়াত সম্ভব হলেও আজ যানজটের কারণে তার ২ ঘণ্টা সময় লেগেছে। বিশেষ করে হাতিরঝিল এলাকায় যানজটের পরিস্থিতি অনেকটা তীব্র হয়ে পড়েছে, যা আগের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে। এটা সত্যিই দুঃখজনক।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, গার্মেন্টস শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করায় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

এ ধরনের অবরোধ শহরের চলাচলে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে সোমবার সকাল ৬টায় বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ইনকামিংয়ে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক মিনারা আক্তার নিহত হন। এ ঘটনায় সুরাইয়া আক্তার নামে আরেকজন আহত হন। বনানী থানার এসআই কাজী জাহিদুর রহমান আবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর